A sad romance, listening to a love song/Bengali.

A sad romance, listening to a love song/Bengali.

একটা প্রেমের গান শুনতে শুনতে : Alas, a visionary's transcendental dream and vision is not envisioned by all ! কথাগুলো শুনতে শুনতে মনটা হারিয়ে যাচ্ছিল হিমালয় ও কিলিমাঞ্জারর উপত্যকার ফুলের পাপড়ির স্বর্গীয় ঘ্রাণের অন্তরে আর দূর, বহু আলোকবর্ষ দূর ছায়াপথের ধূলিমাখা সরণিতে যেখানেও সদ্য বৃষ্টিতে ভেজা, সোঁদা মাটির সুবাস মনে রামধনুর রং ছড়াচ্ছিল। এত কোনো গ্রহ না, এত পৃথিবী থেকে বহুদূর, তাও কেন ঘরের কাছে মনে হচ্ছে ? তালে কি আমার হারানো প্রিয়তমা আছে কাছাকাছি ? কিন্তু আমি তো ভালোবাসার ভিক্ষা নিইও না, দিইও না, প্রেম তো অখণ্ড তাই না ? আমি তো অখণ্ডের উপর একাকিত্বের সৃষ্টি-জ্বালা আর সহ্য করবো না ! প্রাণ ফুরাবে কি করে, প্রাণ যে অনাদি, অনন্ত ভালোবাসা, কিছু সত্যি হবার চেষ্টা না হওয়ার থেকে, একটি পবিত্র কামনা, অন্তরের প্রেমকে দৈহিক বন্ধনে আনার, আদিমেরো আদিম বাসনা। সেই আদিম প্রাণই তো সব প্রাণের উৎস, এক স্ফুলিঙ্গ থেকে প্রেমের অগ্নিশিখা ! ---- Dr. Bibhash Chakravorty.