Revised, edited and updated :
আমার মধুরীমা, তোমার উদ্দেশ্যে।
A silent prayer :
মধুরীমা, চোখে আমার সৃষ্টি সুখের উল্লাস ও প্রেমের আগুন। সাবধান, পুড়ে যেতে পারো এই অগ্নিপরীক্ষায়, ভগবানরাও শঙ্কিত থাকে কারণ আমার সৃষ্টিবিহীন, অন্তবিহীন প্রেমের অকল্পনীয় জাহান্নামের তেজের আগুনেও হাঁসতে পারি পুষ্পের হাঁসি। বদ্ধ পাগল প্রেমিক, তাই না ? A dangerous intoxication without inebriation !
পুরানো guitar এ নতুন তার লাগলো ঠিকই, মনে হয় তোমারই উপহার, কিন্তু মন যে চায় আগেকার Beethoven's moonlight sonata melody নতুন রূপে ফিরে আসুক, রোমাঞ্চকর প্রেমের চিন্ময়ী ও মৃন্ময়ী সত্যে।
আমার প্রয়াত স্ত্রী মধুরীমার উদ্যেশ্যে কবিতাটির নাম, তোমার নির্ঝরের খানিকটুকু !
তৃষ্ণা পথের পথিক হয়ে আমি,
শুধু সম্বল মোর প্রদীপখানি,
পথের শেষে এসে বিস্ময়ে দেখি
নিভে গেছে সেই বাতি,
আঁধার ভরা অন্তর্ করে আলো,
জ্বলেছে এক অনন্ত জ্যোতি,
যাহার নাই কোনো উত্স নাই কোনো কারণ,
দান করে যাহা অসীম অভয়
করে তৃষ্ণা নিবারণ,
নয়নে মোর অপার শান্তি করুণা বারি,
ঢেলেছো তোমার নির্ঝরের খানিকটুকু, হে নারী !
মধুরীমা, একটা সত্যকে/মিথ্যাকে, অনেক দৃষ্টিকোণ থেকে দেখার আমার ক্ষমতা আছে ! হিন্দুরা যেভাবে পুনর্জন্মকে মানে, সেইভাবে নাও মানতে পারি। But the truth of romantic love is stranger than the wildest fiction ! And I have come across many strange things in my life but never could these surprise me !
একটি মানুষের কাছে একটি জন্ম ও একটি মৃত্যুই থাকে কিছু করে দেখাবার জন্য, আগে সে কি ছিল না ছিল পুরোপুরি পরিহার্জ, অনেকটা নতুন 2nd চান্স এর মতো। অন্য ভাবে দেখতে গেলে, লক্ষ্য কোটি জন্ম আগে আমার আত্মা যখন কামনার তরে প্রথম দেহ ধারণ করেন সেটাই প্রথম জন্ম, আর লক্ষ্য কোটি জন্ম পরে যখন জীবন-মুক্ত হলাম, সেটাই আমার অমৃতময় মৃত্যু, মূল কর্মবীজটা পুড়ে ছাই হয়ে গেল কূট ব্রহ্মগ্নির তেজে।Desire being the earliest seed of spirit ! জীবন-মুক্তিতে, পিতা ও মাতা প্রকৃতির সাথে নিজের পরিচয় মিলে মিশে এক হয়ে যায়। তখন এটাও মনে হতে পারে, আগে আমি তোমার রূপে ছিলাম আর তুমি আমার রূপে। একটা গান আছে না -----বনমালী তুমি, পরজনমে হইও রাধা ?
আবার এটাও ঠিক, তোমার কর্মের ফলপ্রাপ্তি হিসেবে, কোনো greater personality/Masters of our souls, তোমাকে possess করতেই পারে! তোমার আগেকার পরিচয় জানাটা আমার কাছে অপরিহার্য নয়। যে কোনো রূপ সাধারণ মানুষের বেছে নাও, just be yourself। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। -----এই বাংলা প্রবাদটা আমার জীবন দিয়ে, বহু কষ্টে চিরন্তনের তরে প্রমাণ করে দিয়েছি, আর কিছু জানতে চাও, বৃষভানুনন্দিনী ?
শুধু ভাবি আমার চোখের জল কেন প্রজ্ঞা ভালোবাসার তেজের আগুনে বাষ্প হয়ে উড়ে যায় না, পবিত্র গঙ্গা কি তালে মেঘ হয়ে উধাও হবে নীল আকাশের বিভাসে ? কালভইরব তান্ত্রিক। সেই তেজো বিসর্জন দিতে পারি তোমার জন্য। ---- Dr. Bibhash Chakravorty.
Below ; Picture of Madhurima.