বন্যা হল শোকের বৃষ্টি, আর হল প্রেমের সৃষ্টি। ----- The eternal husband/wife days ---- picture showing my departed love, wife and dream, Madhurima. --- by Dr. Bibhash Chakravorty.
মধুরীমা, হে মোর প্রিয়তমা;
একি অপূর্ব বিরহ শোকের করিলে কঠোর ক্ষমা, যেন সীমাহীন সীমা।
আগুনের পরশমনি ছোঁয়ালে প্রাণে, প্রেমের অনন্ত জোয়ার, কিছু বেলফুলের ঘ্রাণে।
গভীর স্পর্শ অন্তরের অন্তরে, আস্বাদন করালে তব মাধুর্য,একান্ত গোপনে;
অর্ধমাত্রার রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসার স্তিথিতে;
হল প্রতিষ্ঠিত, নিত্যকালের প্রেমানুভূতিতে।
আঁখিপাতে এখনো,ধরা কেন দাওনি একি ?
চিত্রপটের নয়নে যখন দেখি, মনে হল ঝরে বারি।
জ্যোৎস্নার অদ্ভুত শীতল আবেগের ছোঁয়াতে, এনে দিলে অন্তরসূর্যের অণল পারাবারের গতিতে;
অবশেষে হৃদয়মন্দিরে প্রতিষ্ঠিত, তোমারই বিগ্রহের পবিত্র দীপ্তশক্তির ভাবেতে।
ইহাই মোদের স্বভাবে ?
প্রেমের ঝর ঝর ঝরে বৃষ্টি;
ভালোবাসার বন্যা হল সৃষ্টি !
HOMAGE TO MY DEPARTED WIFE : with the water from the SWAN LAKE !
বিরহ প্রেমের শুভ দৃষ্টিক্ষণে :
আজ প্রেমের খেলা ছড়ালো মনে, অন্তর আঁখে, অতি সঙ্গোপনে।
ওরে পাগল প্রেমিক,কোন প্রেমিকার বিরহ সনে কেটেছে সময় অগণিতে ?
সেকি গেছে তোমায় ছেড়ে, ভালোবাসার নিত্যলীলা করবে বলে ?
ও কি কান পেতেছে তোমার গানে, ওপার হতে শুনবে বলে ?
এমন কি শক্তি আছে প্রেমের হতে, যা তাকে না আনতে পারে তোমার কাছে ?
কেউ কি পারে আটকে রেখে, নদীকে সাগর সাথে মিশতে দিতে ?
এই বিরহ মুহূর্তকে প্রেমের অণলগানে বরণ করে,
মিলতে দিও আমার রাইএ, কৃষ্ণ সাথে চিরকালে।
আজ ঘটবে যে সেই প্রেমের খেলা, প্রেমের রং ছড়িয়ে সবার মনে,
যে যার রাধে নিয়ে কৃষ্ণ অনেক, ফুলের মালা গলে, নাচবে বলে।
আঁখিপাতে থাকবে বারি, শিবের জটার গঙ্গা হতে,
অন্ত হবে পাপিষ্ঠরা, মজবে জগৎ প্রেমভক্তি ও আনন্দেতে। ------ আমার প্রয়াত স্ত্রী এবং ভালোবাসা ও স্বপ্ন, মধুরীমার উদ্দেশ্যে ।