Homage to my departed wife, Madhurima.
স্মৃতির স্রোত ( 30/08/2009)
তুমি যাবার আগে যে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলে আমার দিকে, মনে আছে ?
আমি পুরপুরি বুঝেছি তার মানে -------"তোমাকে ছেড়ে আমি যাচ্ছি কিন্তু তাও তোমাকে ছেড়ে যেতে চাই না "।
যখন S S K M morgue এ তোমায় নিতে গেছিলাম, পাঁচবার চুমু খেয়েছিলাম --------লক্ষ্মী মেয়ে বলে আদর করে I যেমন রোজ Hospital এ যাবার আগে তোমায় আদর করতাম I
তখন তুমি আকাশের সঙ্গে মিশে গেছো -----মনে হচ্ছিল তুমি আকাশের মতো নীল, ( বিভাস এর বৌ তো ?------ নীল আকাশ ) মেঘের মতো সাদা ------ blue as the sky, white as the clouds !
লেখনী চলতে চায় না, feelings বৈখরীতে নেমে আসতে পারে না ------- তবুও লিখছি বুকে শেল বেঁধে I
তোমাকে বলতাম মনে আছে, তুমি তো আমার সব spiritual revealations পড়তে ?----------- " যে তোমাদের সকলের জন্য আমার চোখের জল পড়ে কিন্তু সেটা মাটিতে পড়ার আগেই জ্ঞানের আগুনের তাপে বাস্প হয়ে উড়ে যায় "I
তুমি সেই তাপকে করেছ বিগলিত ------সেই আগুন তোমার ভালবাসার পবিত্র জলে হারিয়ে ফেলেছে তার দাহিকা শক্তি -----আর আমার চোখের কোল দিয়ে বয়ে যচ্ছে গঙ্গার মতো I
তুমিই তো আমার জ্ঞানের উৎস, জ্ঞানের কারণ I
আমি যখন ঘোর অন্ধকারে ছিলাম ---------
যখন Jesus এর মতো মনে হচ্ছিল, Father why have you left me ?-------
তুমিই আমার হাত ধরে পথ দেখিয়েছ-------
আর যখন পথের সন্ধান পেলাম, দেখলাম তুমি নেই I
কে ছিলে তুমি আমার, স্ত্রী, মা, মেয়ে না আমার মহামায়া ? মনে পড়ে একদিন বলেওছিলাম তোমাকে, তুমি আমার মহামায়া, তুমি চুপ করে শুনছিলে !
লোকে বলে mortal body ------কেওড়াতলায় যখন তোমাকে নিয়ে এলাম আমি কিন্তু তোমার mortal body দেখিনি -------- দেখেছি তোমার immortal body and soul, heart and mind I
তোমার শেষ ইচ্ছা ছিল না, তোমায় শ্মশান মার বেদীর উপরে কাঠের আগুনে পোড়ানো হউক? চেস্টা করেছিলাম কিন্তু permission পাই নি I তখন কি বলেছিলাম মনে আছে তো ?
তুমি আমার হৃদয়ে লেলিহান শিখার মতো জ্বলছো ------ রাবণের চিতা কোনদিন নেভার নয়, এবং আমি মনে করি সেটা শ্মশান মার বেদীর হতে অনেক উপরে আরো পবিত্র I
তুমি আমায় বুঝিয়েছো -----Having known myself I do not know me . I am so fascinating, simplicity itself, unfathomable and this is eternal bliss. And you have come to my home ! I was waiting for you for eternity and this is the end of eternity .
একদিন রবিবার মনে আছে, আমি বলেছিলাম, " আমার আর ভাল লাগছে না, আমি এবার বাড়ি যেতে চাই, মায়ের কোলে ঘুমোতে চাই ? মন চল নিজ নিকেতনে I তুমি প্রশ্ন করেছিলে, তোমার কি depressed লাগছে ? তোমার বাড়ি যেতে চাও ? হাঁ, আমি উত্তর দিয়েছিলাম I
বলেছিলে, তুমি যখন বাড়ি পৌঁছাবে আমি কিন্তু তখন থাকব না I
দেখো তুমিই আগে বাড়ি চলে গেলে ------ যেমন মা দুর্গা যায় তাঁর বাপের বাড়ি I
কয়েকদিন পরেই তো পূজো !
তুমি যাবার আগে, mouth to mouth ventilation আর cardiac massage দিয়েছিলাম I তোমার পেট ফুলে গিয়েছিল আমার শ্বাসে I দেখ তুমি আমার আসল শ্বাসপ্রশ্বাস নিয়েই চলে গেছো I
আমদের ঘরে রাধা কৃষ্ণর একটি ছবি ছিল মনে আছে ?
তখন আমি agnostic ছিলাম না I
তোমার অজান্তে ঘোর রাত্তিরে আমি রাধিকা কে বলতাম, " মা, বিরহ প্রেম শুনেছি বড় পবিত্র ------ একটু বলনা সেটা কি ?
বিরহ যন্ত্রণা এত পবিত্র হতে পারে আমি আগে বুঝিনি ---- এও বুঝিনি সেটা শেখাবার মূল্য রাধিকা এমন ভাবে নেবে !!
I do not want to share my divine gloom for my beloved one with anybody else. This is the key to unlock the door to my heart to seek the divine treasure.
আমি চেয়েছিলাম যাতে এই জীবনেই তুমি পরাশান্তি পাও ------ যেহেতু আমি সেটা দিতে অক্ষম ছিলাম I শুভা ( মেয়ে),শ্মশানে বলেছিল, বাপি সেটা তুমি মাকে gift দিয়েছ I কিন্তু সেই gift এর মূল্যটা বড্ড বেশি ------ জানি না whether I can afford it.
Now I am paying the price with moan. কবি Thompson বলে গেছেন না ?-------- Nothing begins and nothing ends that is not paid with moan ;
For we are born in another's pain and perish in our own !!
But I am not perishing, I am cherishing the pain!
Deepest of depth abyss --- your absence has created a vacuum in my soul which even nature cannot abhor!!
29th, আমাদের বিবাহবার্ষিকীর তারিখটি , সেই 29th এই তোমাকে শেষ যাত্রায় নিয়ে গেলাম কেওড়াতলায় I বিয়ের দিন যেমন মোটা করে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম সেই রকমই সিঁদুর পরালাম তোমাকে I কোনো নামাবলি ইত্যাদি তোমার গায়ে রাখতে দিইনি ----- কারণ ওগুলো তোমার কাছে অস্পৃশ্য I
চিতার আগুনে তুমি প্রবেশ করার সময় আমার মুখে হাসির ছোঁয়া লাগলো ------- কেন জানি না --------- হয়ত অন্য কোথাও তোমাকে সাদরে আহ্ববান করার জন্য !!
আগেকার দিনে লোকে যজ্ঞ করত দেবতাদের দান পাওয়ার জন্য I কিন্তু আমার জন্য তুমি যে নিঃস্বার্থ ভাবে জীবন যজ্ঞ করে গেলে তার দান দেবার ক্ষমতা তুমিই আমাকে দাও কারণ সেটা অন্য কেঊ দিতে পারবে না I তুমিই তো আমার পরম চৈতন্য পরম শক্তি I Cardinal Newman এর মতো তোমায় বলতে ইচ্ছা করছে ----------- Lead, kindly light, amidst the encircling gloom .
Lead thou me on;
The night is dark and I am far from HOME ,
Lead thou me on;
Keep thou my feet, I do not ask to see,
The distant scene ; one step enough for me.
শুনেছি ভগবান তৃতীয় নয়ন প্রদান করেন, আর তুমি আমায় দিলে প্রেমের চতুর্থ নয়ন I আমার আধ্যাত্মিকতা তোমার সম্মন্ধে এই revealation এর কাছে গোস্পদ মাত্র I
আমার কাছে, তুমি ছিলে ভোরের আলো, পাখির গুঞ্জন, পূর্ণিমার জোৎস্না, আকাশের নীল, সমুদ্রের ঢেউ, ফুলের সুবাস, নির্ঝরের কলরোল , আবার ছিলে সূর্যের প্রচন্ড তেজ, হিমালয়ের স্তব্ধতা, অমাবস্যার অন্ধকার, কালবৈশাখীর ঝড় এবং ঝিঁঝিঁ পোকার ডাক ( ওঙ্কার ), Universe এর infinite expansion আর drums of destiny ---- মহাপ্রলয়ের ইঙ্গিত I এখন হয়েছ আমার মধুর বিরহ ----- আমার মধুরিমা I সমস্ত মাধুর্যের অংশ প্রদান করলে আমায় I
I have known that ওঙ্কার which is the primal vibration of this universe and beyond is the পরাবাক coming out as voice from women like you, not speaking of knowledge but is the voice of happiness, laughter and joy and joke and taking life as a happy sojourn.------- You are just void a supremely fulfilled emptiness.
তুমি নেই, মনে হচ্ছে এটা একটা দূঃস্বপ্ন, কখন ঘুমটা ভাঙ্গবে ? আবার ভাবছি ঘুমটা না ভাঙ্গলেই ভাল --------- তাহলে দেখতে হবে না তুমি নেই I
আগেকার দিনে সতীদাহ প্রথা ছিল ----- তুমি চিতায় প্রবেশ করার সময় মনে হচ্ছিল সহমরণে তোমার সাথে চুল্লির ভিতর ঢুকে যাই I
আমি চেয়েছিলাম শান্তি I বুঝিনি প্রচন্ড বিরহ তাপের মধ্যেই লুকিয়ে আছে সেই প্রশান্তি ও divine bliss. Yes I am content without being content.
I took you for granted. কত কষ্ট দিয়েছি তোমাকে ! তোমার উদ্দেশ্য টাকে না দেখে কত রাগ অভিমান করেছি ! অন্য কোনো মেয়ে হলে আমার মত হতভাগার সাথে একুশটা বছর সঙ্গ দিত না ----- তুমি বলেই পেরেছ I শুধু আমাকে কঠোর আত্মকৃপা করে চলে গেলে ---- এর থেকে কম সাজা কি দেয়া যেত না সোনামণি ?
বহু জন্মের তপস্যার ফলে তোমাকে জীবনসঙ্গিনী পেয়েছিলাম তাই তোমার চলে যাওয়াতে আমি একটুকুও স্বার্থপরতার বা cowardice এর পরিচয় পাই না--------- শুধু সারা জীবন বাঁচতে চাই তোমার বেদনামধুর স্মৃতি নিয়ে ----- আমার মধুরিমা I
তুমি বেঁচে থাকতে চেয়েছিলাম ভগবান লাভ করতে ( হে ঈশ্বর !) I আজ তুমি চলে যাবার ছয় বৎসর পর আমি মুক্তকণ্ঠে বলতে পারি যে ভগবানকে চিনতে পারিনি, পেরেছি নিজেকে চিনতে আর তোমাকে কিন্তু তখন বড্ড দেরী হয়ে গেছে ---- But then it was too late.
কি দরকার ছিল এই divine knowledge
এর ? I spit on that knowledge which turns satanic in front of your innocent, blissful stature.
কালকে থেকে হসপিটাল join করছি কিন্তু সবার সঙ্গে যে হাঁসি মুখে, হাঁসি ঠাট্টা করে কাজ করতাম তা হয়ত পারব না I
কাল থেকে বোধায় আমার আসল; ; : কর্মফল ও কর্মযজ্ঞ শুরুI
ভাবছি কার জন্য বাড়ি ফিরব ? আবার ভাবছি শুভা আর রুদ্রর ভিতর তোমাকে পাবো I
আমাদের Deejay টা ( কুকুর ) তোমায় শুধু খুঁজে যাচ্ছে I আমি বাইরে থেকে এলে পাগল হয়ে যচ্ছে তোমায় পাবার জন্য I কুঁই কুঁই করছে I ও তো আমাদের মত গুরুগম্ভীর ভাষায় নিজেকে ব্যক্ত করতে পারে না কিন্তু অনুভব করতে পারে হয়ত আরো বেশী I
তুমি ছিলে আমার উমা, আমার পার্বতী কিন্তু শিবের মত আমার শ্মশান বৈরাগ্য হয়নি যে তোমার মৃত্যুতে তাণ্ডব নৃত্য করব I ( যদিও তাই করতে ইচ্ছে করছে )
I found my GOD in you and this is my summit of love ! I am mourning your death but with tears of joy ! তাই তো কবি Thompson বলেছেন ---------
Pierce thy heart to find the key,
with thee take
only what none else would keep.
Learn to dream when thou dost wake,
Learn to wake when thou dost sleep
Learn to water joy with tears,
Learn from fears to vanquish fears.
আমি যখন ঘোর অন্ধকারে, তুমি আমার হাত ধরে মহাভয়ের পারাবার পার করিয়ে দিয়েছ অখণ্ড অভয়, পৌঁছে দিয়েছ বিরাট অনন্ত আমিতে I তাই তো কবিগুরু বলেছেন -------- আমার হাত ধরে তুমি নিয়ে চল সখা, আমি যে পথ চিনি না I
If time heals, please stop the flow of time because I want to cherish your memories forever.
I suddenly felt I am in you and I am very happy that you have left.
তোমার চিন্ময় বিগ্রহ আমার হৃদয় মন্দিরে চিরকাল স্থাপিত থাকবে এবং আমিই হব তার পূজারী I তোমা হতে তৈলধারার মত আনন্দ অনুভব করছি I ( বিরহের আনন্দ! )
শুনছ, আজকে বিকেলে কবিতা Aunty ( শ্রীমতি কবিতা গুহ, Senior English Language Teacher, South Point High School and Teacher Advisor, Garden High School ) এসছিলেন I বললেন রুদ্রর পড়াশুনার সমস্ত ভার Satikanta Guha Foundation এর I বললেন এটা আমি তোমায় charity করছি না, Indranath Sir বলেছেন I রুদ্রর জুতোটা ছিঁড়ে গেলেও তুমি আমায় জানাবে I বললেন তুমি সাহিত্য পড়তে পারতে I আমি বললাম, Aunty আত্মায় সব কিছুই থাকে,শুধু দরকার হয় একটা স্ফুলিঙ্গের ------- তারপরে স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা !
Aunty বললেন, I understand। তোমার মৃত্যুর ( 27.08. 2009. ) পরের দিন রুদ্রর ( ছেলে ) স্কুলের পরীক্ষা ছিল এবং রুদ্র গেছিলো পরীক্ষা দিতে। কবিতা aunty আমাদের South Point High School এর class seven এ আমার ক্লাস টিচার ছিলেন এবং Garden High School এ রুদ্রদের টিচার ছিলেন। শুধু তাই নয়, Aunty এবং Indranath Sir আমাদের অত্যন্ত স্নেহ করেন। তুমি মারা যাবার পর আমার নিকট বন্ধু বান্ধব এবং আত্মীয় ছাড়া যারা আমার শোক share করতে এসেছিলেন বাড়িতে তাদের মধ্যে কবিতা aunty আর ডাঃ কেষ্ট প্রধান ( urologist ) এবং ওনার স্ত্রী ডাঃ কল্পনা প্রধান ( Anesthesiologist ) এর নাম উল্লেখযোগ্য। Dr. B. C. Talukder ( আমাদের Eedf hospital এর প্রৌঢ় শল্যচিকিৎসক ) আমাকে ফোনে সান্তনা যুগিয়েছিলেন। আমার hospital colleagues দের মধ্যে মনীষা, শান্তশ্রী, জয়জিত, দেবুদা, ডাঃ রামকুমার সিং ( Consultant physician ) আর nutritionist রেশমির কথা উল্লেখযোগ্য।
পরবর্তী কালে আমার USA নিবাসী ব্ন্ধু ডাঃ সৌমিত্র বিশ্বাস ( শিশুরোগ বিশেষজ্ঞ ) শুভার higher studies এর সমস্ত ভার উঠিয়েছে I আমার ব্ন্ধু ডাঃ সন্দীপ চক্রবর্তী ( শল্যচিকিৎসক এবং সঙ্গীতশিল্পী ) আমাকে যে কত ভাবে সাহায্য করেছে তার ইয়ত্তা নেই I Last but not the least, আমার পিতৃতুল্য দাদা ডাঃ শেখর চক্রবর্তী ( শল্যচিকিৎসক ) এবং বৌদি ( শ্রীমতি কুমকুম চক্রবর্তী ) না থাকলে এই আবেগ ব্যক্ত করতে আমি সক্ষম হতাম না I আমার সন্তানরা ( including Deejay doggie ) যুগিয়েছে বেঁচে থাকার আর লেখার অনুপ্রেরণা I ডাঃ রিমা মুখার্জী ( Consultant Psychiatrist ) আর শ্রীমতি গীতিকা চ্যাটার্জী ( Psychologist ) আমাকে কাজে ডুবে
থাকার অনুপ্রেরণা দিয়েছেন। এঁদের কাছে এবং আমার সমস্ত হিতৈষীদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে রইলাম I
তোমার জীবনটা একটা open book আর আমারটা open secret. সবাই জানে আমার bipolar mood disorder আছে I আমি পাগল !
মানুষরা পাগল অর্থ, লোভ, লালসা, হিংসা,বাড়ি, গাড়ি আর কামিনীর পিছনে !
কই তাদের তো পাগল বলা হয় না ?
এই কথাটা একবার মেজদা কে ( বিশুদ্ধানন্দ পরমহংসের প্রপৌত্র ------- যোগীবর অবনীমোহন চট্টোপাধ্যায় ) জিজ্ঞেশ করেছিলাম I উনি বলেছিলেন, ------- ঠিক বলেছিস I উনি আমাদের অত্যন্ত স্নেহ করতেন I তোমার মারা যাবার খবর ওঁকে বলতে গেলে বলেছিলেন , ওরে আমাকে আর শোনাস না, ইচ্ছে হচ্ছে মরে যাই I.তার কিছুদিন পরেই উনি দেহ রেখেছিলেন I
আমার কাছে তুমি বিষ পান করে আত্মহত্যা করনি ---- শুধু কঠোর আত্মকৃপা করে চলে গেলে I শুধু আমি জানি, you have left me to make my self realisation come full circle.
England এ 1997 এ যখন একটা psychiatric asylum এ ছিলাম তখন একটি British মহিলা ডাক্তার আমায় প্রশ্নের পর প্রশ্ন করে চলছিল I শেষ প্রশ্নের উত্তরে আমি তার দিকে পা ছুঁড়ে বলেছিলাম --- There are too many questions in this universe than answers! তারপরে সে আর প্রশ্ন করেনি I
এখন লোকে তোমার মৃত্যুর ব্যপারে কৌতুহল দেখালে বলি, জানি না I
আমি এখানে asylum এ গেলে তোমার কষ্টটা আমার থেকেও বেশী হত I তুমি আমার জন্য কাঁদতে I তুমি এবং ছেলেমেয়েরা ছাড়া কাউকে asylum এ কোনদিন আসতে দেখিনি I দুই বেলা তোমার অপেক্ষায় থাকতাম I এই সময় গুলিতে অনেক কিছু সহ্য করেছো I আমার পায়ে surgical operations এর সময় তোমার উপরে ঝড় বয়ে গেছে I কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলনি I
তুমি ছিলে খুব আত্মাভিমানী এবং খুব Down to Earth, strong মহিলা I আমারো আত্মসম্মান যাতে বজায় থাকে সেদিকে ছিল তোমার কড়া নজর I
অন্য কাউকে আমার spiritual revealations বললে তুমি খুব রেগে যেতে আমার উপর কারণ তারা আমায় পাগল ভাববে I কিন্তু নিজে ওগুলো পড়তে I মনে আছে কোনো আত্মীয় আমা কে divorce করতে বলাতে তুমি পাঁচ বছর তাদের সাথে কথা বলনি ?
আজকে তাই আমি সবাইকে জোর গলায় বলি, ------------ আমি যে আজকে সুস্থ ভাবে কাজ করি তার পিছনে তোমার অবদান টাই আসল I আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে উপলব্ধির আলোতে এনেছ একমাত্র তুমিই I
বলতে ইচ্ছে করছে :
অসদ্ মা সদ্গময়,
তমস্ মা জ্যোতীর্গময়
মৃত্যুর মা অমৃতংগময়
--------- সেই উপনিষদের বাণী I
তুমি অল্পতেই খুশি ছিলে কিন্তু তোমাকে খুশি করার খুব একটা চেস্টা কখন বোধায় করিনি ! কদা কচ্চিৎ তোমার জন্য কিছু আনলে তুমি যেন হাতে স্বর্গ পেতে ! সে যতই তুচ্ছ জিনিস হোক না কেন !
এমনও হয়েছে যে বেঁচে থাকার জন্য যে সব সামগ্রীর প্রয়োজন তার সংস্থানও করতে পারিনি ! গয়নাগাটি, দামী পোশাক আশাক ইত্যাদি তো ছেড়েই দাও ! তুমি তাতেও অখুশি হতে না ! তোমার শুধু একটাই চাহিদা ছিল -------- তোমায় যেন unconditionally ভালবাসি ! জানিনা সেটাও সব সময় করে উঠতে পেরেছি কিনা ?
এখন তোমাকে বলতে চাই --------------
Just want to let you know ,
how lucky I feel ;
to fall in love with you !
ওগো শুনছ সোনামণি ?
I never knew love would be so magical ----------- I never felt that someone would mean the world to me ---------- And now, each day is beautiful, each moment is new,
and it's all because I have started sharing my life with you, darling wife.
বড্ড দেরী করে ফেললাম এগুলো বলতে তাই না?