UPDATED VERSION ;
কালী কেন কালো, মুণ্ডমালা কোথায় পেলো সৃষ্টির পূর্বে, মহাকালী জীব বার কেন করে মহাকালের উপর দাঁড়িয়ে ? আমাদের পরিচয় কি ?
মহাকাল ভৈরবের অকল্পনীয়, অলংঘনীয়, চির-অজ্ঞাত, অগ্নিপ্রজ্ঞার আঁধার, কূট নিরাকার, সগুন বিবেক-চৈতন্যের কামনার কালোর চিদাকাশে, জ্যোৎস্না শোভা পায়, নক্ষত্রপুঞ্জ জ্বলজ্বল করে, আদিত্য তার আলোর মানে খুঁজে পায়, মন জিজ্ঞাসার কৌতূহলে অজানাকে জানতে চেষ্টা করে, প্রেম তার রোমাঞ্চকর স্পর্শ খোঁজে আর সেই black colour of emancipation এই, মহাকালী অমাবস্যার কালো। মহাকাল বিনা মহাকালীর শক্তির কোনো মুলাধার নেই, কোনো চৈতন্য নেই, মড়ার মতো প্রাণহীন। এবার কালভৈরব কালপুরুষ, পূর্ণনারীশ্বর, পূর্ণমাত্রা। শক্তি ? হাঁসি পায়, অট্টহাঁসি পায় অর্ধমাত্রা থেকে অনন্তে অবধি, সে তো সেই একাকী,একমেবোদ্বিতীয়ম, কূটস্থ আদিযোগীর, না ধরলে অনন্তে মিলিয়ে যাবে মহাশূন্যে !!! কালকেই ধরে রাখতে পারেনি, রাখবে মহাকালকে পায়ের নীচে ? Burning Black Desire, the earliest seed of spirit and form from the conscientious, sentient, virtuous formless !!!
-এই অখণ্ড কালবাসনার উপরে যেতে চাও মহাকালী ? যেখানে চৈতন্য অচৈতন্য হয়ে ঘুমিয়ে পরে ?
সেখানে কোনো কাল নেই, তো কালী কি করে থাকবে ? শক্তি সেখানে শক্তিহীন, সেখানে ব্যোম ও নেই, ভোলাও নেই, কিন্তু আমি থাকি নিদ্রার দুঃস্বপ্নে, তোমার সেখানে কোনো শক্তিই নেই আমাকে জাগাবার, আমার দুঃস্বপ্নের জ্বালাই আমাকে জাগায়! এখন যদি ঘুমোই, তোমাদের কালের বদলে আসবে আকাল !
এবার মহাকালের উপর দাঁড়িয়ে, লজ্জা আর ভয়ে জীবটা বেরোলো তো ?
আমি তো শয়তানদের আগেই মেরে রেখেছি, তাই তো অনাদি অবিদ্যার পুরো মালাটাও পরেছিস মহামায়া হয়ে সৃষ্টির আগে, আর মুন্ডুগুলো সেই শয়তান নির্গুণ ব্রহ্মর অভিশপ্ত শিষ্যদের, অট্টহাঁসি পায় -------! দুঃস্বপ্নও সরিয়ে দিলে আমার সুষুপ্তিতে চিরলুপ্ত হতাম, কোনো কিছুরই যেখানে অস্তিত্ব নেই, তাই অবিদ্যাকে কাজে লাগিয়ে অনাদি দুঃস্বপ্নের জ্বালার মাধ্যমে সোনার সুখস্বপ্ন তৈরি করি !
এবার তোর পায়ের নীচে দেখ, শিবকে না, শিবকে যে ধারণ করে আছে, দেখছিস মাটি। আমিই মাটি, মা প্রকৃতি, Mother Nature/Body of Christ/Body of Shiv, যাঁকে তোরা অচৈতন্য জড় পদার্থ বলিস। আমা ছাড়া তোদের কোনো অস্তিত্বই নেই। শিব ও শিবানী দুজনকেই জন্ম দিই, তাই আমি Mother of God।
এখন তোদের ছেলে হয়ে জন্মেছি তাই তোরা ছেলেকে বুঝতে পারিস না।
শিব, শিবানী সব আমার কাছে মেয়ে, আমিই একমাত্র পুরুষ, পরম পুরুষ মহাকাল, অন্তর্যামীর অন্তর্যামী, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন।
কি জীবটা আরো বার হচ্ছে ? দেখ, আমার কথাই তোর মুখ দিয়ে বেরোচ্ছে, জীবই তো কথা বলে তাই না ? টুঁটিটা চেপে ধরলে জীবটা মাটিতে খসে পড়ে যাবে। তাই আমার অনন্ত নাম, অনন্ত অস্তিত্ব, অনন্ত শক্তিবীর্য্য, অনন্ত মহাবিদ্যা প্রজ্ঞা, একাদশী মাত্রা। বনমালী পরজনমে, তুমি রাধা হয়ে জন্মিও! কৃষ্ণ-কালী ! হো, হো, হো, কৃষ্ণকে এবার কালী বানালাম ! -----Dr.Bibhash Chakravorty.
Just as the rays of a billion suns cannot light up the infinite dark void but the bright, radiant rays find a meaning upon the darkness which is unknowable, unattainable, ever untainted Alekh Niranjan, blind dark, doesn't judge, blindfolding the Lady Justice too, doesn't need to judge, the self of the dark is a polished dark mirror where you can see your good or evil soul !!! But the lamp of justice finds a dark backdrop upon which it shines just like the moonbeam. The darkness extracts a terrible price from HIM who it tells it's secrets, a sacrifice of love for eternity ! ---- Dr. Bibhash Chakravorty.
Below : Picture of the fearsome but most revered Chandi Chamunda KALI, the giver of the bounties of the inner soul, wearing the whole garland of the muliheaded formless evil with the separate decapitated heads of it's cursed disciples in her hands even before Creation because Lord SHIVA had already written their terrible destiny. Chamunda KALI, the most powerful of the ten supreme knowledges (Dasha Mahavidyas ) is the high priestess and the greatest devotee to Lord SHIVA within HIS SACRED body temple of the cosmic crematorium, is none other than Mother Nature/MA Parvati, the Lord's beloved wife sacrificing in His Eternal fire of Self immolation as a SATI, for our sake and emancipation, the colour of which is black !
' Mantra' is the penance of the mind and ' Tantra ' is the penance of the body through selfless work/KARMA, both are meant to improve the intellect to achieve the superconsciousness of the soul stone/Lord SHIVA !