My life philosophy. English/Bengali.

My life philosophy. English/Bengali.

আমার জীবনদর্শন : এ হল প্রেমশান্তি। গভীর যোগনিদ্রা হতে অন্তরশিবের মহাজাগরণ ও অন্তরে শিবশক্তির অদ্ভুত মনোহরণকারী,অখণ্ড, অনন্ত, প্রগতিশীল প্রেমের খেলা যা বোঝা যায় একমাত্র তৃতীয়নয়নের শুদ্ধচৈতন্যের মাধ্যমে যা প্রপঞ্চহীন, সদা কলঙ্করহিত, আলেখ নিরঞ্জন। এটি একমাত্র বোঝানো যায় ভগবানের এবং যাঁদের ভালোবাসেন তাঁদের কাছে কৃতজ্ঞপূর্ণ, আনন্দ ও একই সঙ্গে দুঃখের চোখের জলে যেটা এমন একটি অবিরাম, পবিত্র নদীর জন্ম দিতে পারে যেখানে মা গঙ্গাও স্নান করে মুক্তি চাইতে পারেন। --- এই আত্মউপলব্ধি/অনুভুতি হচ্ছে তখনই যখন কুরুক্ষেত্র যুদ্ধের মতো একটি বহির্গত অসঙ্গতির সময়কে ভগবান শ্রীকৃষ্ণ বেছে নিয়েছিলেন, অর্জুনকে গীতার গভীরতম প্রজ্ঞা বোঝাতে। ---- কেউ আমায় বলছে, অবিরাম সফলকাম ! কৃতিত্বটা আমার নয়, আমার শান্তিটা হল ভোলাবাবার অনন্তকালের দায়িত্বপূর্ণ ভালোবাসা। এখন বুঝতে পারছি যে জ্ঞান হল একটা অসম্পূর্ণতা, ভালোবাসা ও প্রেমের বন্যার অনুভূতি, মনে, হৃদয়ে, দেহে ও আত্মায় হল পরিপূর্ণ স্বয়ম্ভুর পরিচয়। This is the peace of pristine love, a super-awakening of the inner SHIVA/Soul from the deepest slumber of YOGA-NIDRA and the incredible, engrossing, wholesome, infinitely dynamic, eternal play of romance of SHIVA SHAKTI, felt only at the Eye Within by the ever-untainable, transcendent, pure consciousness the Alekh Niranjan, which can only be explained by shedding tears of sorrowful but at the same time joyous gratitude to the Lord and your loved ones, the tears could form a sacred, endless river where even MA GANGA would want to seek redemption ! ---- This feeling/self-realisation is only happening during an outward turmoil like the Kurukshetra war, the time that the Lord Srikrishna selected to impart the deepest wisdom of the GITA to Arjun ! ------- Someone telling me, taste the sweetness of eternal success ! The credit is not mine, my peace is an eternal responsibility of love of the Lord SHIVA/Father of simplicity. Now you realise, knowledge is but an incompleteness, the sentient feeling of the flooding deluge of love and romance in your body and mind, heart and soul is everything, making you a complete Sayambhu. ( Complete in itself/Autogenous.) MY LIFE PHILOSOPHY which I have modified recently. ------ There is no fate/destiny but what we make. There is no fact but what fiction we can envisage, because what is fiction today is a fact tomorrow and TRUTH which is an eternal, dynamic experience and defies logic is not only stranger than fiction but it also provides the most logical basis of a greater good to Mankind by enabling you to rise above your suffering beyond personal gain/freedom because the knower of the truth believes from the core of his heart that sharing always increases happiness and decreases sorrow. Never be surprised by anything, not even by the truth about your own self ! Below appears a picture of Lord SHIVA smoking cannabis in your upper spine and deep white matter of your brain in the Reticular activating system of neurones, the seat of consciousness, an intoxication without inebriation, the Heavenly Wind, the cosmic fire ! --- Dr. Bibhash Chakravorty.