Talking friendly Astronomy/In Bengali/ English.

Talking friendly Astronomy/In Bengali/ English.

Talking friendly astronomy/In Bengali and partly English. জ্যোতির্বিজ্ঞানকে সহজ, সরল, প্রাঞ্জল বন্ধু করে। ----------- By Dr. Bibhash Chakravorty. This is an excerpt from a comment that I made while responding to one of my esteemed friend's post. When you look up at the night sky your heart and mind become kinder and broader and humble ! Orion, কালপুরুষ constellation/নক্ষত্রপুঞ্জ। বহুদিন আগে, বহু বছর ধরে, সারা সন্ধ্যে ও রাত, ছাদ থেকে, আকাশভর্তি constellation দেখতাম, প্রথমে planisphere দেখে, পরে নিজে থেকেই সনাক্ত করতে পারতাম। Orion এর পেটের কাছে তিনটে তারা আছে, তাদের এবং কালপুরুষের প্রতিটা তারার বাংলায় নাম আছে। Orion কে Zodiac sign অনুযায়ী একজন warrior, hunter বা যোদ্ধার সাথে তুলনা করা হয় যার বেল্টটা হলো তিনটে তারা, এবং সেখান থেকে অন্যান্য তারাও তরোয়াল বা sword এর মতো বেরচ্ছে। এই নক্ষত্রপুঞ্জ আপনি সন্ধ্যে বেলা প্রায় আপনার মাথার একটু midwest এ দেখতে পাবেন যদি দক্ষিণের দিকে মুখ করে থাকেন, এবং যত রাত বাড়বে তত অন্যান্য নক্ষত্রপুঞ্জর সাথে সেটি পূর্ব থেকে পশ্চিমে যাবে, পৃথিবীর ঘূর্ণনের জন্য। Orion sits astrides the middle of the celestial equator halfway between the north and south celestial poles. একটি ছোট্ট গোল চাকতি পাওয়া যায়, planisphere যাতে আপনি সব constellation এর বছরের যেকোনো সময়ে যেকোনো দিনে আকাশে অবস্থান, চাকতিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন। কালপুরুষের তলার একটা দিকে একটা তারা দেখবেন, যেটা লাল রঙের ---- এটি একটি Red Giant তারা যেটি তার আয়ুর শেষের দিকে, আমাদের সূর্যও আরো 4 to 5 billion বর্ষ পরে এইরকম লাল দৈত্য এবং বিস্তৃত তারা হয়ে যাবে। এইরকম তারার বিস্তৃতি আমাদের গোটা Solar System বা পুরো সৌর ও গ্রহ মণ্ডলের মতো বড় হতে পারে কিন্তু তার gravity বা মাধ্যাকর্ষণ খুব কম যার জন্য তার ভিতরে যা matter বা gas ইত্যাদি আছে তা ছড়িয়ে যায়, তার আয়ুর শেষের দিকে, dying star বলা হয় তাই জন্য, Dying Red Giant, মরণশীল লাল দৈত্য তারা --- আমাদের সূর্য এত বড় হবার আগেই পৃথিবী ঝলসে যাবে সূর্যের গরম গ্যাসে, কারণ পৃথিবী সূর্যের অনেক কাছে । ---- কালপুরুষ বা Orion এর এই মরণশীল লাল দৈত্য তারাকে আপনারা খালি চোখেই দেখতে পারবেন, কোনো hill station থেকে, লাল আভাটাও বুঝতে পারবেন, খালি চোখেই। Hill station বল্লাম কারণ কলকাতায় এখন অনেক pollution, ধুলো, ধোঁয়াশা এবং আলোর ( city lights )। -------- Orion/কালপুরুষের এই বিখ্যাত তারাটিরও বাংলায় নামও আছে, ইংরেজি নামটা হল, BETELGEUSE ! ছোট টেলিস্কোপ এ ভালো দেখবেন। কালপুরুষ বা Orion হলো, আমাদের Galaxy বা মহা নক্ষত্রপুঞ্জ বা আকাশগঙ্গার/ Milky Way/ দুগ্ধ সরণির একটি নক্ষত্রপুঞ্জ মাত্র, আমাদের গ্যালাক্সিতে আরো এরকম বহু নক্ষত্রপুঞ্জ আছে, তাতে সব মিলিয়ে 100 to 150 billions তারা বা নক্ষত্র আছে।এবং এই সরণির বিস্তৃতি হল, 1 to 1.5 লক্ষ্য আলোকবর্ষ, এবং আলোর গতিতে travel করলেও ( 186323 miles/ second or 3 lakhs kilometres/second ) আপনাকে সরণির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 1 to 1.5 লক্ষ্য আলোকবর্ষ লাগবে। শুধুই এই নয়, আমাদের পৃথিবীর এবং সৌরমণ্ডলের সবচেয়ে কাছের তারা Alpha Centaurus এ যেতে গেলে, আলোর গতিতে অন্তত 4 বর্ষ লাগবে এবং , latest technology Rocket বা space shuttle এ অন্তত 75 হাজার বছর লাগবে। তালে বুঝছেন 1.5 লক্ষ্য আলোকবর্ষ যেতে আমাদের এই মুহূর্তে কত সময় লাগবে, দুগ্ধ সরণির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে ? Physics, Engineering, rocket science, astrophysics, quantum science, rocket engine propulsion technology আর সবথেকে important Medical Science, genetics, psychology, cybernatics, hibernation technology ছাড়া আমাদের প্রজাতি নতুন তারাকে mother star বলে আবার নতুন করে আপন করে নিতে পারবে না ! যাঁরা ভাবছেন, সেতো অনেকে পরের কথা, billions of years later যখন সূর্য মরণশীল হতে বসবে ? তাঁদের বলি, তাড়াতাড়ি space travel করার, বা মহাকাশ travel করতে যা যা technology বা advancements এর প্রয়োজন, তা সম্পূর্ণ হতে আমাদের billion না হলেও millions of years লাগতে পারে, যদিনা Interstellar movie র মত কোনো wormhole এর সন্ধান আমরা পাই বা artificially create করতে পারি। Eienstein এর তত্ত্বের অনুযায়ী Wormhole, theoretically তৈরি করা যায়, কিন্তু আমাদের টেকনোলজি এত advanced নয়। Wormhole/কিটগহ্বর মাধ্যাকর্ষণের এমন এক খেলা যার সাহায্যে মহাকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুব দ্রুতগতিতে অন্তত theoretically যাওয়া যেতে পারে। হয়তো Wormhole/কীটগহ্বর বানাতে গেলে, black hole/কৃষ্ণ গহ্বরের সাহায্য নিতে হতে পারে কারণ এখানে phenomenal galactic gravitation বা অমানুষিক, অচিন্ত্যনীয়, শক্তিসম্পন্ন, মহাকাশি মাধ্যাকর্ষণের প্রয়োজন। তাও Wormhole অনেকসময় unstable হয়ে, dangerous radioactivity release করে, কাজেই অনেক কিছুই ভাবতে হবে। Theoretically, fast travel in space is possible with the help of a wormhole because a man called Einstein had proved many years ago that you are being pulled by the earth not because of attraction but the space-time curvature around you is such that you are being pushed towards the earth from above and this space-time curvature is produced by the total mass of the earth as well as the puny you, the mass causing this distortion in space-time which is called, Gravity ! In other words, near a massive object like the sun, or a black hole, the space-time is so curved that even light follows the curved path as was proved practically to uphold the truth of Einstein's theory of general relativity and given the right space-time curvature 2 unfathomable distant points in this UNIVERSE may be connected by a short distance ! Our universe is 15 to 20 billion years old and about 30 to 40 billion light years across, মানে 30 to 40 billion আলোকবর্ষ বিস্তৃতি, স্বপ্নেও ভাবা যায় না, এটা কত বড় একটা সংখ্যা। সেইটা ভাবতেও, গভীরের গভীরতম, গহ্বর অন্তদৃষ্টি লাগে। The deepest of depth, abyss insight ! আমাদের ব্রহ্মাণ্ডতে 150 billion galaxies আছে, একটা আরেকটির থেকে বড় ---- এবং প্রতিনিয়ত ব্রহ্মাণ্ডটি expand করে আরো বড় হচ্ছে, it is not only expanding but it is an accelerated expansion, probably dark energy বা কালো শক্তির জন্য। এইরকম expand করলে এমন একটা সময় আসবে যে দুটো atom বা electron এর মধ্যেও infinite/ অনন্ত দূরত্ব হয়ে যাবে ---- মানুষ বা গ্রহনক্ষত্র তো দূরের কথা, THE BIG RIP !---- শুধু শূন্যতা আর কিছু না। যাই হোক, এত pessimistic আমি হতে চাই না, Recent advances in Astrophysics সম্ভব হয়েছে শুধু astrophysicists দের জন্যই নয় কিন্তু Hubble telescope ও many other telescopes in space, radiotelescope, gravitational wave detectors etc। Gravitational waves already detected হয়ে গেছে, শুধু Einstein এবং অনেকের স্বপ্ন, Grand Unified theory, prove করা বাকি ! হয়তো সেটা proved হলে, space travel technology ও অনেক advanced হবে ---- আমাদের প্রজাতির সংরক্ষণ তখনই সম্ভব যখন আমরা সূর্যের মাধ্যাকর্ষণ ছেড়ে মহাকাশের অন্যান্য অপেক্ষাকৃত তরুণ নক্ষত্রমণ্ডলীকে আপন করে নিতে পারবো দ্রুতগতিতে space travel/মহাকাশ সফর করে। সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, দূরদর্শিতা ও vision এর প্রয়োজন। গুরুমন্ত্রটা মনে আছে ? ----- অখণ্ড মন্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম, তৎপদং দর্শীতং তস্মই শ্রী গুরুবে নমঃ ---- এটা কোনো rocket science বা হাতি ঘোঁড়া কিছু না, ভালো করে ভাবলে দেখবেন, এটা আমাদের infinite, spherical but unbounded universe কেই বোঝাচ্ছে। ------Space the final frontier, Star Trek serial এর এই কথাগুলো কানে গেলেই একসময় চোখে জল চলে আসতো। ---- বন্ধু ও ভাইবোনেরা, আপনারা এটা পড়লেই খুব খুশি হব, ভোররাত অবধি extempore লিখেচি। Addendum : 1 million = 10 lakhs, 1000 million = 1 billion, 10 millions = 1 crore. কালপুরুষের তারাগুলি বাংলা নাম : কালপুরুষের কোমরবন্ধ:চিত্রলেখ,অনিরুদ্ধ, ঊষা। ডান হাত-আদ্রা। বাঁ হাত-কার্তিকেয়। ডান পা-কার্তবীর্য। বাঁ পা-বাণরাজা। BETELGEUSE Red Giant নক্ষত্রের এর নাম হল: Alpha Orionis, বাংলায়: আদ্রা। Orion, আমাদের থেকে 1360 light years বা আলোকবর্ষ দূরে আছে যদিও individual তারা গুলি average 243 to 1360 আলোকবর্ষ দূরে। Orion এর বেল্ট এর কাছে পৌঁছাতে, আলোর গতিতে 736 বছর এবং রকেটের গতিতে ( 11 to 14 miles per second ), 13 মিলিয়ন years মানে এক কোটি 30 লক্ষ্য বছর লাগবে !!! According to myth, Orion was the son of Poseidon, the sea god. Poseidon's trident may be compared to that of Lord SHIVA'S and Kartick Krishna, the Lord's son may be Orion the Bengali name of which.is KAL-PURUSH or Man of the reckoning.hour, the son/sun of God, like Jesus ! The trident of the Lord represents impalement of the evils in the past, present and future and His son Karthik obtained His Father's trdent not by inheritance but by impossible merit ! The famous Horse Head, dark nebula, a stellar nursery where new stars are born from dust and gas, is located in Orion just south of the star Alnitak, occupying the farthest eastern corner of the Orion's belt. The English names of the stars of the Orion are : Mintaka, Alnilam and Alnitak forming the belt. BETELGEUSE the red giant, Rigel, Aldebaran, Bellatrix, Nair al Saif, Saiph. I am not sure whether Algiebba is included because it might fall just outside the Orion's boundary. I don't know how important this is but Bal Gangadhar Tilak had once referred the Orion constellation as Mrigashiras, a Sanskrit name for antelopes, which Orion is supposed to be a part of, in Indian myth, in one of his treatise ! Interesting Sanskrit name but I am somewhat puzzled since I am finding that it was Bal Gangadhar Tilak who came up with this Sanskrit name for Orion, in one of his treatise. Since he wasn't an astronomer and neither was he involved in stellar cataloguing, I am not sure how important this naming of a constellation in Sanskrit by a layman, would appear to the international parlor of star cataloguing, nomenclature etc, especially when the name is not known to us for centuries ! However the names of the individual stars, that I have mentioned are old and historical names. I would be obliged if you could throw more light on this. Bal Gangadhar had attributed this name to Orion as the constellation is supposed to be a part of a giant antelope, the Sanskrit name of which is Mrigashiras, and it's story appearing in Indian myth ! To readers : Mrigashiras is most probably the original Sanskrit name of Orion or Kalpurush constellation. ------ Dr. Bibhash Chakravorty.