Thy kingdom cometh !!!
পুরাতন যত গ্লানি,
ধুয়ে ফেল আজ,
হে বীর, এসেছে যে বৈশাখের হাতছানি।
এ যে নয় কালবৈশাখীর ঝড়,
চরম বিপ্লব তব বলিদানের পর।
সহিব না মোরা স্বৈরশাসন নিপীড়ন,
যখন মোদের অন্তরাত্মা স্বাধীন, বিহঙ্গসম বন্ধনহীন।
হে মানবজাতি, সবার উপরে তুমিই সত্য তাহার উপরে নাই।
তাই লও মন্ত্র, মাভৈঃ,
তোমারই রাজত্ব আসিছে এইবার,
করো যোগদান হয়ে নির্ভয়। ---- Dr. Bibhash Chakravorty.